চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর হাতেই ফুলেল নৌকা উপহার দেন যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান নিখিল।
আজ সোমবার দুপুরে নগরীর রীমা কমিউনিটি সেন্টারে চট্টগ্রামে যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভা শুরুতেই মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে এ উপহার দেন যুবলীগের দুই শীর্ষ নেতা। এসময় কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
এছাড়াও নগর যুবলীগের নেতা মহিউদ্দিন বাচ্চু, ফরিদ মাহমুদ, জেলার নেতা এসএম রাশেদুল আলম, পার্থ সরতি, সাবেক কেন্দ্রীয় নেতা সেলিমসহ বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ