খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করতে নিজেকে নির্বাচিত করতে নেতা কর্মীদের অনুরোধ করেছেন বিএনপি মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
সকালে নগরীর কাজীর দেউড়ী এলাকায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি’র প্রতিটা নেতা কর্মীদের সামনে সুযোগ এসেছে ব্যালেটের মাধ্যমে সরকারের নির্যাতনের জবাব দেয়ার। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে আরো বেগবান করতে আসন্ন মেয়র নির্বাচন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তাই ঐক্যবদ্ধ ভাবে এ নির্বাচনে বিএনপি’র প্রার্থীদের বিজয়ী করতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, বিএনপি নেতা ও সাবেক চাকসু ভিপি নাজিম উদ্দিন, কামরুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন