চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে মেয়র নন, সেবক হতে চান বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (৩ মার্চ) পূর্ব বাকলিয়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সাথে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতায় ছিল দেশের ও জনগনের সব কিছু করেছেন। ফখরুদ্দীন, মঈন উদ্দিন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে তাকে দেশের বাইরে পাঠাতে চেয়েছেন। কিন্তু তিনি দেশ ছাড়তে রাজি হননি বলে মাইনাস টু ফর্মুলা কার্যকর করা সম্ভব হয়নি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, নিয়াজ মোহাম্মদ খান, যুগ্ম সম্পাদক কাজি বেলাল উদ্দিন, বিএনপি নেতা এ কে এম আনিসুর রহমান, নগর বিএনপি'র সহ প্রচার সম্পাদক মোঃ শাহজাহান প্রমুখ।
এ ছাড়াও বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের সাথে স্থানীয় একটি হোটেলে সৌজন্য স্বাক্ষাত করেন অফিস অফ ডেমোক্রেসি হিউম্যান রাইটস এন্ড গভর্নস এর পরিচালক রেন্ডল বি ওলসন, ইউএসএইড’র রুবায়েত চৌধুরী মাসুম, সাজ্জাদ কামাল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র আমিনুল আহসান, অনিন্দ্য রহমান, সদরুল আলম, মাস্টার ট্রেইনার জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ