অবশেষে নানাবিধ ‘বিতর্ক’ নিয়ে ১৭ বছর পরেই চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। ঘোষিত এই কমিটিতে ছাত্র ইউনিয়ন, বিবাহিত, ছাত্রত্ব নেই, ব্যাংকার, নাশকতা মামলার আসামি, বিএনপি নেতার ভাই, ইয়াবা ব্যবসায়ী, টেন্ডারবাজ, শিবির সাথী, বয়স ৪০ ছুঁইছুঁই, জামায়াত পরিবারের সন্তানসহ নানাবিধ বিতর্কিত নেতাও এই কমিটিতে স্থান পেয়েছে।
গঠনতন্ত্র মোতাবেক ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি হওয়ার কথা থাকলেও ২’শ ৫১ জনের কমিটিতে সহ-সভাপতিই করা হয়েছে ৬০ জন। এসব নিয়ে দক্ষিণ চট্টগ্রামের তৃণমূল নেতাদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
তবে দীর্ঘ বছর ধরেই কমিটি না হওয়ার বেদনায় শেষ পর্যন্ত ঘোষণা হওয়াতেই মন্দের ভালো হিসেবেই অনেকেই খুশি। এতে এবার নতুন নেতৃত্ব তৈরিসহ নানাবিধ সুফল আসতে পারে বলেও জানান দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান অধিকাংশ ত্যাগী ও যোগ্য নেতারা।
বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ২৫১ জনের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এখানে সহ-সভাপতি করা হয়েছে ৬০ জন। এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার