চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের সমর্থনে সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এতে কেন্দ্রীয় নেতারা ছাড়াও মহানগর উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বুধবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এ সমন্বয় সভা অনুষ্টিত হয়।
সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, সুকুমার বড়–য়া, এসএম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপি নেতা এম নাজিম উদ্দিন, মীর হেলাল, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, উত্তর জেলা বিএনপি নেতা ও চাকসু ভিপি নাজিম উদ্দিন, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামীলীগ জনগণকে ভয় পায়। তাই সুষ্ট নির্বাচন দিতে তারা ভয় পাচ্ছে। তাদের শক্তি অন্য জায়গায়। আর বিএনপি’র শক্তি জনগণ। জনগনের শক্তি দিয়েই নির্বাচনে বিজয়ী হবে বিএনপি।’
তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হবে বিএনপি’র জন্য কঠিন পরীক্ষা। এ পরীক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামতে হবে। মেয়র ও কাউন্সিলর পদে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য বিজয়ী করে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে আরো বেগবান করতে হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার /সেলিম