৫ মার্চ, ২০২০ ১২:১৩

শাহ আমানতে চোরাচালান চক্রের ৯ সদস্য আটক

অনলাইন ডেস্ক

শাহ আমানতে চোরাচালান চক্রের ৯ সদস্য আটক

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে চোরাচালান চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি ফ্লাইট থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (অপারেশনস) এএসপি মাশকুর রহমান বলেন, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আবুধাবি থেকে এসে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে নামেন ওই ৯ জন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন ধরনের সিগারেট, মোবাইল ফোন, ল্যাপটপ, জুতা, থ্রি-পিস, ক্যামেরা, একটি স্বর্ণের বিস্কুট ও আমদানি নিষিদ্ধ ড্রোন পাওয়া যায়।

আটকরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাশিদুল করিম (২২), হাটহাজারি উপজেলার মো. হারুণ (৩৫), ফেনীর ছাগলনাইয়া উপজেলার মো. সাজ্জাদ মহেশ (২৭), আলী হোসেন (৪২), আব্দুল আজিজ (২৬), আব্দুল্লাহ আল মামুন (২৫), মো. সাহাবুদ্দিন (২৮),  ফুলগাজী উপজেলার সৈয়দ নাজিম উদ্দিন (৩৫), আবুল কালাম (৪২)।

এএসপি মাশকুর বলেন, “তারা শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের চোরাই পণ্য এনেছে। আমাদের ধারণা, ওই নয় জন দুটি আলাদা চোরাকারবারি গ্রুপের সদস্য।”

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর