চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে চোরাচালান চক্রের ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিমানবন্দরের বাইরে চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে স্বর্ণের বিস্কুট, বিদেশি সিগারেট ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়।
চোরাচালান চক্রের সদস্যরা হলো- ফটিকছড়ির উত্তর রোসাংগীরি এলাকার নুরুল আলমের ছেলে মো. রশিদুল করিম (২২), হাটহাজারী গড়দুয়ারা এলাকার শাহ আলমের ছেলে মো. হারুন (৩৫), ফেনীর ছাগলনাইয়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে মো. সাজ্জাদ মহেশ (২৭), মমতাজুল হকের ছেলে মো. আলী হোসেন (৪২), আবদুল মতিনের ছেলে মো. আবদুল আজিম (২৭), আবুল খায়েরের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫), দেলোয়ার হোসেনের ছেলে সাহাবুদ্দীন (২৮), ফুলগাজী এলাকার সৈয়দ মেজবাহ উদ্দিনের ছেলে সৈয়দ নাজিম উদ্দীন (৩৫) ও আবদুর রাজ্জাকের ছেলে আবুল কালাম (৪২)।
র্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন তারা। বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার পথে তাদের গ্রেফতার করা হয়। চোরাচালান চক্রের সদস্যরা মাসে ৩ থেকে ৪ বার বিদেশে যায়। তাদেরকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন