আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর বিএনপির বর্ধিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নেতারা ভয়ে কাবু হয়ে আছেন। কারণ তারা ভাল করেই জানেন যে, কোনো নির্বাচিত সরকারের অধিনে দেশ চলছে না। তাদেরকে যারা মদত ও অন্যায়ভাবে সহযোগিতা দিয়ে ক্ষমতার চটি ঘুরানোর সুযোগ করে দিয়েছে- সেই প্রশাসনের লোকেরাও আজ ভয়ে কাঁপছে। কারণ তারাও জানে যে, তারা যা করেছে এবং করে যাচ্ছে এটা মারাত্মক অন্যায়। তাই গণতান্ত্রিক নিয়মে বৈধপন্থায় চসিক নির্বাচন হলে বিএনপি প্রার্থীর কোনো ভয় নেই। আমরা জিতবোই জিতবো।
বৃহস্পতিবার দুপুরে নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নগর বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার এদেশের জনগণকে বিশ্বাস করেনা কিন্তু তারা ইভিএম নামের মেশিনকেই বেশি বিশ্বাস করে। মূলত ইভিএম মেশিনে ভোটচুরি ও ভোট কারচুপির সুযোগ রয়েছে বিধায় তারা এই পদ্ধতিতেই নির্বাচনে বেশি আগ্রহী। তবে আমাদের দলীয় নেতা-কর্মীরা সিলেট সিটি নির্বাচনের মতো বুকের রক্ত দিয়ে কেন্দ্র পাহারা দেবে।
বর্ধিত সভায় নগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, যতো বাধা আসুক আমরা নির্বাচনের মাঠে থাকবো। প্রয়োজনে রক্ত দেবো, তারপরও নির্বাচনের মাঠ ছাড়বো না। সকল অন্যায় প্রতিহত করে জয় ছিনিয়ে আনবো। তিনি বলেন, বিএনপি যে সম্মান দেখিয়ে আমাকে মনোনয়ন দিয়েছে, সেই সম্মান আমি রাখবো। নগর বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বর্ধিত সভার প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেন, চসিক নির্বাচনে যারা জীবন বাজি রেখে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী করে আনবে, তাদের বিএনপির কমিটিতে মূল্যায়ন করা হবে। জনমত বিএনপির সঙ্গে আছে। তারাই আমাদের শক্তি। আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে বিজয় আমাদের হবেই।
বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, কোনো বিদ্রোহী প্রার্থীর ঠাঁই হবে না দলে। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করলে তার বিরুদ্ধে অবশ্যই সংগঠন ব্যবস্থা নেবে।
সভায় নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার /ফারুক তাহের