নির্বাচনে মেয়র পদে জয়লাভের সুযোগ পেলে সেই সুযোগ চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের উন্নয়নে কাজে লাগাবেন উল্লেখ করে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, আল্লাহ আমাকে যখন নির্বাচন করার সুযোগ দিয়েছেন, সেই সুযোগ আমি কাজে লাগাতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। এখন নগরবাসী একবার জয়লাভের সুযোগ দিলে নির্বাচনে আমি কামিয়াব হবো।
শনিবার সকালে নগরের চান্দগাঁও ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া এতিমখানা ও মাদ্রাসার অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এক সময় চান্দগাঁওসহ আশপাশের এলাকা নিয়ে বৃহত্তর বাকলিয়া ছিল। এখন বিভক্ত হলেও আমরা সবাই বৃহত্তর বাকলিয়ার সন্তান। আপনাদের ভাই, বন্ধু হিসেবে আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন। সবার মতামত নিয়ে পরিকল্পিত আধুনিক নগরী গড়ে তুলবো।
এদিকে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম শনিবার বিকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এছাড়া মেয়র প্রার্থী রেজাউল করিম শনিবার সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা কদম মুবারক এতিমখানা জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডি-প্রতিদিন/শফিক