চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চসিক নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ। রবিবার দুপুরে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দিয়ে মনোনয়ন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ফলে সোলায়মান আলম শেঠের সরে দাঁড়ানোয় দেশের দ্বিতীয় বৃহত্তর নগর চট্টগ্রামের মেয়র নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিসেবে মূলত লড়বেন বড় দুই রাজনৈতিক দলের মনোনিত দুই প্রার্থীই।
মনোনয়ন প্রত্যাহার বিষয়ে সোলায়মান শেঠ বলেন, দলের হাইকমান্ডের পরামর্শে এবং ব্যক্তিগত কারণে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। যেহেতু আমরা রাজনৈতিক দলের পরিচয়েই প্রার্থী হয়েছিলাম, তাই দল যেটা চাই, তার বাইরে যাওয়া উচিত নয় মনে করে সরে দাঁড়িয়েছি।
উল্লেখ্য, বিকাল ৫টা পর্যন্ত ছিল চসিক নির্বাচনে মেয়র ও কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের