করোনা ভাইরাসের কথা চিন্তা করেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণায় ভিন্নতা আনছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। করোনার সর্তকতার অংশ হিসেবে ‘ক্লোজ কন্টাক্ট’ কমিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগাতে চান এ চিকিৎসক। এরই মধ্যে ডিজিটাল প্রচারণা শুরু করেছেন তিনি। পাশাপাশি সীমিত পরিসরে প্রচার প্রচারণাও শুরু করেছেন তিনি।
ডা. শাহাদাত বলেন, ‘করোনা ভাইরাসের সতর্কতা বিষয়টা মাথায় রেখেই প্রচারণার পরিকল্পনা করা হয়েছে। মিনি ট্রাকে করে প্রচারণা চালানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। এতে করে ক্লোজ কন্টাক্ট কম হবে। আবার প্রচারণাও হবে। তবে আমারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেশি করে কাজে লাগাতে চাই।’
তিনি বলেন, ‘করোনা নিয়ে জনগণের আতঙ্কিত হওয়া কিছুই নেই। করোনাভাইরাসে আক্রান্তদের বিষয়ে কোনো তথ্য পেলে সাথে সাথে সরকারি সংস্থাকে জানানো উচিত। গনসংযোগে আমরা মানুষকে সচেতন করব। যাতে কেউ আতঙ্কিত না হয়।’
আনুষ্ঠানিক প্রচারণা শুরু :
শাহ সুফি আমানত খান শাহ’র মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গণসংযোগের শুরুতে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশে থেকে কাজ করার অভিব্যক্তি ব্যক্ত করেন। সোমবার দুপুরে আমানত শাহ’র মাজারে গিয়ে জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক গনসংযোগ শুরু করেন।
গণসংযোগকালে তিনি সরকারের পাশে থেকে কাজ করার অভিব্যক্তি প্রকাশ করে ডা. শাহাদাত বলেন, ‘ইতোমধ্যে দেশে তিনজন করোনা রোগী ধরা পড়েছে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশের চিকিৎসক আছেন। আবার গবেষণা প্রতিষ্ঠানও আছে। তারা করোনা প্রতিরোধে কাজ শুরু করেছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/সেলিম