করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পবিত্র শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদ এবং মাজারে মুসল্লিদের আগমন নিয়ন্ত্রণ করতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
অভিযানে নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ, আমানত শাহ’র (রা.) মাজার, গরীবুল্লাহ শাহ’র (রা.) মাজার, শাহ সূফী সৈয়দ বদনা শাহ মিয়া’র (রা.) মাজারসহ খুলশী, লালখান বাজার, চান্দগাঁও, পাঁচলাইশ, চকবাজার, নাসিরাবাদ এলাকার মসজিদগুলো পরিদর্শন করা হয়।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন পূর্ব ঘোষণা দিয়ে পবিত্র শবে বরাতের ইবাদতসহ সব নামাজ ধর্মপ্রাণ মসল্লিদের ঘরে বসে আদায়ের নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে আমরা বিভিন্ন মসজিদ, মাজারে গিয়েছি। মুসল্লিরা যাতে সেখানে ভিড় না করেন- সেটি নিশ্চিত করেছি।
অভিযানে সেনাবাহিনী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ