বিশ্বের করোনাভাইরাসের প্রভাব সবখানেই। ধীরে ধীরে এর প্রকোপ আরো বাড়ছে দেশ-বিদেশেও। সারাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লকডাউনের পাশাপাশি সরকারি ছুটিও দেয়া হয়েছে ২৫ এপ্রিল পর্যন্ত। সারাদেশের মানুষদের মাঝে সরকারসহ বিভিন্ন পেশা মানুষরা ত্রাণ সামগ্রীও দেয়া হচ্ছে প্রতিনিয়ত।
এমন সময়ে চট্টগ্রামেও মানবিক উদ্যোগ নিয়েছেন আরশেদুল আলম বাচ্চু নামের চট্টগ্রামের এক সাবেক ছাত্রনেতা। করোনাপ্রকোপ শুরু হওয়ায়র পর থেকেই নগরীর বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রীসহ প্রায় প্রতিটি ওয়ার্ডেই দেয়া হচ্ছে ‘ফ্রি সবজি’। নিম্ন আয়ের মানুষসহ সাধারণ মানুষ আয়হীন ও বেকার হয়ে পড়ায় তাদের জন্য এসব ‘ফ্রি সবজি বাজার’ নিয়ে এগিয়ে এসেছেন তিনি। সেই ধারাবাহিকতায় শনিবার নগরীর ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের ঘাসিয়াপাড়া ও ওমর আলী মাতব্বর রোডের সাধারণ মানুষ সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু’র ফ্রি সবজি বাজারের সবজি গ্রহণ করেন।
জানা গেছে, নগরীতে সবজির বাজার নগরীর অলি-গলিতে ঘুরছে সবজি ভর্তি পাঁচটি ভ্যান। প্রতিটি ভ্যানের পেছনে লিখা ‘ফ্রি সবজি বাজার’। এবার বিভিন্ন এলাকায় ভ্যান গাড়ি করে বিলি করা হচ্ছে সবজি। প্রত্যেক অসচ্ছল পরিবারকে বিনামূল্যে বিতরণ করছেন এসব সবজি।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো: ইলিয়াছ উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলে, মানবতার সেবক জননেতা আরশেদুল আলম বাচ্চু ভাইয়ের নিজ উদ্যোগে গরীব-অসহায় সাধারণ মানুষের জন্য বেশকিছু ভ্যানযোগে নগরীর বিভিন্নস্থানে ফ্রি সবজি বাজার ছুটে চলেছে এ প্রান্ত থেকে ও প্রান্তে। সাধারণ মানুষরা ও নিচ্ছেন তাদের পছন্দের সবজি। তবে প্রতিজনকে দেয়া হচ্ছে ২ কেজি করে। বিভিন্ন সবজির মধ্যে আজ ছিলো লাউ, মিষ্টি কুমড়া, ঢেড়শ, টমেটো এবং বেগুনসহ নানাবিধ খাদ্যসামগ্রী। মানুষের জন্য আরশেদুল আলম বাচ্চুর এই ফ্রি সবজি বাজার চলমান থাকবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম নগর ছাত্রলীগের আরেক সাবেক ছাত্রনেতা তোসাদ্দেক চৌধুরী তপু বলেন, সাধারণ মানুষদের অনেকে আর্থিকভাবে কষ্টে আছেন। তাদের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছেন আরশেদুল আলম বাচ্চু ভাই। এসব মানবিক কারণে ফ্রি সবজি পেয়ে অনেকেই খুশী এবং স্বস্তিতে আছেন। যারা অসহায় গরীব এ সময়ে তারাই বুঝবেন কষ্ট কি জিনিস। তাই আমাদের এ কার্যক্রম সব ওয়ার্ডে চলমান থাকবে।
শনিবার ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড এলাকায় ফ্রি সবজি বিতরণের সময় উপস্থিত ছিলেন ০৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম. আশরাফুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো: ইলিয়াছ উদ্দিন, মো: এসকান্দার, ওবায়দুল হক, মো: মনজুর আলম, মোহাম্মদ মনজুর, হেলাল উদ্দিন, মো: ইদ্রিছ, মো. নয়ন, সোহেল বড়ুয়া ও সালাউদ্দিন কাদের আরজু প্রমুখ।
৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর ত্রাণ:
নিম্মও মধ্যবিত্ত ১৯ শত ৩০ পরিবারকে উপহার স্বরুপ খাদ্যসামগ্রী দিয়েছেন ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোরশেদ আলী। গত দুই সপ্তাহ ধরেই তিনি এসব ত্রাণ ব্যক্তিগত উদ্যোগে গোসাইলডাঙ্গা এলাকায় ওয়ার্ড জুড়ে নিম্মবিত্ত-মধ্যবিত্ত ও সাধারন খেটে খাওয়া দিন মজুরসহ সমাজের নানান শ্রেনী ও পেশার মানুষের কাছে উপহার স্বরুপ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। চাউল, ডাল, তেল লবন, আলু, সাবানসহ নিত্যসামগ্রী গুলো দিয়ে যাচ্ছেন। এই পযর্ন্ত প্রায় ১৯ শত ৩০ টি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল