চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
তিনি দীর্ঘদিন কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। তিনি জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তবে এ রোগী করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা এখনো জানা যায়নি। নিহত যুবকের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার বলেন, ‘বৃহস্পতিবার সকালে হাসপাতালের আইসোলেশনে একজনের মৃত্যু হয়েছে। ওই রোগী কিডনিসহ আরও কিছু সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তি করানোর পর তার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট পাওয়া যায়নি। রিপোর্ট পেলেই করোনা আক্রান্ত কিনা বলা যাবে।’
জানা যায়, চট্টগ্রামে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। জেনারেল হাসপাতাল ও বিআইটিআইডি হাসপাতালে এস রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে ফৌজদারহাটের বিআইটিআইডি’র আইসোলেশনে ভর্তি আছেন ৭ জন, তাদের মধ্যে কোভিড-১৯ পজেটিভ রোগী চারজন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছে ২৫ জন। তাদের মধ্যে ১৫ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। আর বাকি ১০ জনের মধ্যে বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৯ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল