চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে বাধ্য করলেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন। বিষয়টির সার্বিক তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু হাসান সিদ্দিককে বিশেষভাবে দায়িত্ব দেয়া হয়।
এর আগে চট্টগ্রাম নগরে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছেন এমন স্বাস্থ্যকর্মীকে বাসা থেকে বের করে দেওয়ার অপচেষ্টার খবর আসে। কতিপয় বাড়িওয়ালার এমন অপচেষ্টার বিষয়টি গুরুত্ব দিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এ সিদ্ধান্ত নেন। চট্টগ্রাম মহানগরসহ জেলায় এ ধরনের কোন ঘটনার তথ্য পাওয়া গেলে বা জানা থাকলে তা জেলা প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু হাসান সিদ্দিক বলেন, ‘বর্তমানে করোনা আক্রান্তের হার দিনদিন বাড়ছে। আর এ রোগে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু তাদের যদি এই মুহূর্তে চিকিৎসা দেওয়ার কারণে বাসা ছাড়তে বাধ্য করা হয়, তাহলে সেটি হবে চরম অমানবিক। তাই কোন বাড়িওয়ালা যদি করোনা চিকিৎসা সেবায় সম্পৃক্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য যে কোন স্বাস্থ্যকর্মীকে বাসা থেকে বের করে দেওয়ার অপচেষ্টা চালায়, তাদের বিরুদ্ধে জেলা প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল