বৈশাখী ভাতার টাকা দিয়ে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। সম্প্রতি ২৭০ টি হতদরিদ্র পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, ‘কারাগারের সকল কর্মকর্তাদের বৈশাখী ভাতা দিয়ে একটি ত্রাণ তহবিল গঠন করা হয়। ওই তহবিল থেকে প্রাথমিক ভাবে ২৭০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে আরো কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।’
জানা যায়, কারাগারের কর্মকর্তাদের বৈশাখী ভাতা দিয়ে একটি ত্রাণ তহবিল গঠন করা হয়। ওই তহবিল থেকে ২৭০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কারাগার থেকে দেয়া ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু, ৫০০ গ্রাম লবণ ও ১০০ গ্রাম শুকনা মরিচ। আগামী কয়েকদিনের মধ্যে আরো কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করবে কারা কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/হিমেল