চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসারের উদ্যোগে সরকারি খাস জমি রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় উপজেলায় ৫০০ আমের চারা রোপন করার উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সকল গণমাধ্যমকর্মীদের নিয়ে আম চারা রোপন কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন।
প্রথম দিনে হাটহাজারী উপজেলার সন্দ্বী পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৩০টি আমের চারা রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘সরকারি খাস খালি পড়ে থাকলে সেগুলো বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি উপজেলার খাস জমিগুলোতে আম চারা রোপন করার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে খাস জমি রক্ষা, সবুজায়ন এবং পরিবেশ রক্ষা করা যাবে। পর্যায়ক্রমে উপজেলায় ৫০০ আম চারা রোপণ করা হবে। গত দুই বছরে দুইটা আম বাগান করা হয়েছে। চারাগুলো এখন বড় হয়ে বৃক্ষে পরিণত হয়েছে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন