চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় বাসচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকের এ ঘটনায় নিহত আল আমিন (৪০) নগরীর আগ্রাবাদ এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার দুর্গাপুর গ্রামে। নগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকায় থাকতেন।
কোতোয়ালী থানার এসআই এইচ এম এরশাদ উল্লাহ বলেন, সকালে সাইকেল চালিয়ে আগ্রাবাদের অফিসে যাচ্ছিলেন আল আমিন। এসময় চার নম্বর রুটের একটি মিনিবাস তাকে পেছন থেকে চাপা দেয়। বাসটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, পথচারীরা উদ্ধার করে আল আমিনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম