চট্টগ্রামের দক্ষিণ জেলার দুই উপজেলার পটিয়া ও চন্দনাইশের পাহাড়ি অঞ্চলজুড়ে পেয়ারার বাম্পার ফলন হয়েছে। এসব পেয়ারা চট্টগ্রামসহ সারাদেশে যাচ্ছে। পেয়ারার দাম নিয়েও সন্তুষ্ট চাষিরা। লাল কাপড়ে মোড়ানো বিক্রেতাদের কাঁধে সারি সারি পেয়ারার ভার। এই লাল কাপড়েরর থলিতে করেই পেয়ারা বিক্রয় করেন বিক্রেতারা। পটিয়া ও চন্দনাইশে উৎপাদিত পেয়ারা পুষ্টিগুণে সমৃদ্ধ, স্বাদেও অনন্য। এই পেয়ারা একটানা পাওয়া যাবে অক্টোবরের শেষ পর্যন্ত।
কৃষি অফিস ও প্রশাসনসহ স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশে বিশাল পাহাড়ি এলাকাজুড়ে রয়েছে শত শত পেয়ার বাগান। শুধু চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ, ছৈয়দাবাদ ও লালুটিয়া পাহাড়ে ছোট-বড় মিলিয়ে ৮০০ থেকে এক হাজার পেয়ারা বাগান রয়েছে। পটিয়ায় রয়েছে তিন’শ পেয়ারা বাগান। এছাড়া পাশ্ববর্তী চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালীতে পেয়ারার চাষ হচ্ছে। এখানকার চাষীদের অনেকেই পেয়ারা চাষ করে ঘুচিয়েছেন বেকারত্বের অভিশাপ।
পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পটিয়া, চন্দনাইশ ও ফটিকছড়িতে ব্যাপক পেয়ারার ভাল ফলন হয়েছে। এখানে কয়েক হাজার বাগানও রয়েছে। তবে এবারের করোনাকালীন পরিস্থিতি থাকলেও পেয়ারার ফলনে কোন ধরণের প্রভাব পড়েনি বলে জানান তিনি। একই কথা বললেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার প্রশিক্ষণ কর্মকর্তা কবির হোসেনও।
পটিয়ার পেয়ারা বিক্রেতা রহমত আলী বলেন, পটিয়া ও চন্দনাইশের পেয়ারা চট্টগ্রাম ছাড়াও বিদেশেও রপ্তানি হচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের পাহাড়ের এসব পেয়ারা অনেক সুস্বাদু। এবার করোনা হলেও ফলন ভালো হয়েছে। দেশে দুই জাতের পেয়ারার মধ্যে একটি কাজী পেয়ারা অন্যটি কাঞ্চননগরী পেয়ারা। কাজী পেয়ারা আকারে বড় হলেও স্বাদ একটু কম। তিনি বলেন, পেয়ারা সংরক্ষণে দক্ষিণ চট্টগ্রামের একটি হিমাগার নির্মাণের দাবি আজ দীর্ঘদিনের। এটি নির্মাণ হলে লক্ষ লক্ষ টাকার পেয়ারা নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে বলে জানান তিনি।
চন্দনাইশের পেয়ারার ব্যাপারী শামসুল আলম বলেন, ব্যাপারীরা শ্রাবণ মাস থেকে তিন মাসের জন্য পেয়ারা বাগানগুলো কিনে নেন। বাগানের পরিধি অনুযায়ী দাম নির্ধারিত হয়। তারপর পুরো সিজনে চলে পেয়ারা সংগ্রহ। সূর্য উঠতেই শ্রমিকরা পেয়ারা সংগ্রহে নেমে পড়েন। তিনি বলেন, চন্দনাইশের কাঞ্চননগরী পেয়ারার আকার ছোট হলেও স্বাদ ও পুষ্টিতে ভরপুর। চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশের কাঞ্চননগর এলাকায় কাজী পেয়ারা আর কাঞ্চননগরী পেয়ারার মূল উৎপাদনস্থল বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার