চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড়ের ফুটপাতে প্রসব যন্ত্রণায় ছটফট করা এক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে পাঠিয়েছেন সিএমপির ট্রাফিক বিভাগের দুই সার্জেন্ট।
আজ শুক্রবার এ ঘটনা ঘটে। মেডিকেলে নিয়ে যাওয়ার পর ওই নারী নিরাপদে একটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানহাট মোড়ে এক ভারসাম্যহীন নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। অনেক পথচারী দেখলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেননি। এসময় কর্তব্যরত সিএমপির পশ্চিম ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্লাহ আল মুজাহিদ জনি ও সার্জেন্ট জাহিদ এগিয়ে আসেন। ওই মহিলাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যপাঠিয়েছেন।
সার্জেন্ট আব্দুল্লাহ আল মুজাহিদ জনি জানান, আমরা দেওয়ানহাট মোড়ে ডিউটি করছিলাম। হঠাৎ দেখি, এক নারী চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেছেন। তখনই আমরা দ্রুত সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।
বিডি প্রতিদিন/নাজমুল