বঙ্গোপসাগরে মাছ ধরার একটি নৌযান ডুবে যাওয়ার একদিন পরও নিখোঁজ ৮ জেলের সন্ধান মিলেনি। গত বৃহস্পতিবার ডুবে যাওয়া নৌযান ও নিখোঁজ জেলেদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে কোস্ট গার্ড।
তবে শুক্রবার বিকাল পর্যন্ত নৌযান ও নিখোঁজ জেলেদের কোনো সন্ধান মিলেনি।
জানা গেছে, ডুবে যাওয়া নৌযানটি একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা। এতে ১৯ জন জেলে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে নৌযানটি মাছ ধরতে চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে কর্ণফুলী নদী হয়ে সাগরের উদ্দেশ্যে রওনা দেয়। কর্ণফুলীর মোহনায় (বঙ্গোপসাগরের মুখে) পৌঁছুলে অন্য একটি ফিশিং ট্রলারে ধাক্কায় নৌকাটি ডুবে যায়।
ডুবে যাওয়া নৌকার মালিকপক্ষের তদারককারী মোহাম্মদ মিরাজ জানান, অন্য একটি নৌকার সাহায্যে ১১ জেলেকে উদ্ধার করে বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে নিয়ে আসা হয়। বাকি ৮ জনের খোঁজে ট্রালার পাঠানো হয়েছিল। কিন্তু তাদের সন্ধান না পেয়ে ট্রলারটি ফিরে এসেছে।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, নৌযানটি ডুবে যাওয়ার তথ্য মালিকপক্ষ শুক্রবার সকালে আমাদের জানিয়েছে। ওই এলাকায় দায়িত্বরত কোস্টগার্ডের জাহাজ তল্লাশি চালাচ্ছে। নৌযান বা নিখোঁজ জেলেদের খোঁজ এখনো পাওয়া যায়নি। ৮ জন জেলে নিখোঁজ বলে মালিকপক্ষের কাছ থেকে আমরা জানতে পেরেছি।
বিডি প্রতিদিন/নাজমুল