চট্টগ্রাম-১০ (খুলশি-পাহাড়তলী-হালিশহর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ-সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সমর্থনে নির্বাচনী সমাবেশে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন চেয়েছেন দলটির নেতারা।
শুক্রবার ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে তাসফিয়া জেপি কনভেনশন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী শামসুজ্জামান হেলালীর বিজয় সুনিশ্চিত করতে সকল জনশক্তিকে দৃঢ়ভাবে কাজ করতে হবে।
আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি আহবান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী পেশীশক্তি দ্বারা নির্বাচন পছন্দ করে না। ভোটকেন্দ্রে এজেন্ট না থাকলে অন্যরা ভোট নিয়ে চলে যাবে, তাই আপনাদের সচেতন হতে হবে। ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা সর্বদা সজাগ থাকবেন। যে কোনো পরিস্থিতিতে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত আছি।
উত্তর আগ্রাবাদ ওয়ার্ড জামায়াত আমীর ইমরানুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসটির জামায়াত মনোনীত পার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।বিশেষ অতিথি ছিলেন হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমির মো. ফারুকে আযম, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ