চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, ‘সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে চট্টগ্রাম নগরবাসীকে সীমাহীন ‘জলজট’ ও যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার এ সব সমস্যা নিরসনে সেবা সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে।’ মঙ্গলবার নগরের জলাবদ্ধপ্রবণ এলাকা কাপাসগোলা, বাদুড়তলা ও মুরাদপুর এলাকা পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘চট্টগ্রাম নগরে একই সঙ্গে অনেক উন্নয়ন সংস্থা কাজ করছে। এর মধ্যে সিডিএ, ওয়াসা, সড়ক ও জনপথ, বিদ্যুৎ বিভাগ অন্যতম। এতে দেখা যাচ্ছে, শুধু সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে সীমাহীন জলজট ও যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে চট্টগ্রাম নগরে যে সংস্থাই উন্নয়নকাজ করুক না কেন, যথাযথ পরিকল্পনা অনুযায়ী করতে হবে। নগর উন্নয়ন পরিকল্পনায় কোনো অনিয়ম, দুর্নীতি হলে বরদাশত করা হবে না। বারবার বলতে চাই, নগর উন্নয়নে সমন্বয়ের কোনো বিকল্প নেই।’
পরিদর্শনের সময় প্রশাসক দেখতে পান, কিছু কিছু স্থানে অবৈধ স্ল্যাব বসিয়ে ব্যবসা পরিচালনা ও পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি পানি চলাচলে এসব প্রতিবন্ধকতা অপসারণের নির্দেশ দেন। প্রশাসক কাপাসগোলা ও চকবাজারে চাক্তাই খালসহ বেশ কিছু জায়গায় বর্জ্যরে স্তুপ দেখে পরিচ্ছন্ন বিভাগের কর্মরত লোকজনের ওপর অসন্তোষ প্রকাশ করেন এসব ময়লা দ্রুত অপসারণের নির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার