চট্টগ্রামের মিরসরাইয় উপজেলার মহামায়া এলাকার রেল ক্রসিংয়ের উত্তর পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রেলওয়ে পুলিশ (জিআরপি) মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক মঞ্জুর আলম বলেন, ‘চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে হয়তো তার মৃত্যু হয়েছে। মুখের চারপাশ রক্তাক্ত অবস্থায় ছিল। ময়না তদন্তের পর বিষয়টি জানা যাবে।’
বিডি প্রতিদিন/আবু জাফর