নাশকতার মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপি’র ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমান।
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-প্রচার সম্পাদক ইদ্রিস আলী বলেন, আজ বিএনপি’র নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলার কার্যদিবস ছিল। আদালতে আত্মসমর্পণের পর ৩০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন আদালত। এছাড়া ১৫ জনের জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, নগরীর বায়েজিদ ও চান্দগাঁও থানায় দায়ের হওয়া দুই মামলায় আত্মসমর্পণ করেন বিএনপি’র নেতা-কর্মীরা। যার মধ্যে ১৫ জনের জামিন মঞ্জুর করে ৩০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো নেতা কর্মীদের মধ্যে রয়েছেন নগরীর বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, যুগ্ম-সম্পাদক মো. আবসার উদ্দিন, ক্রীড়া সম্পাদক লিয়াকত আলী জসিম, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন আলম, সহ-সভাপতি নেজাম উদ্দিন, মহানগর যুব দলের ধর্ম সম্পাদক মহিউদ্দীন মুকুলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৩২ জন।
নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর প্রতিবাদে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর