চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন নাসিরাবাদ শপিং কমপ্লেক্সের ভেতরে বর্ধিত অংশের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে চসিক নগর ভবনে চিটাগাং শপিং কমপ্লেক্স ঠিকাদারি প্রতিষ্ঠান শামীম কর্পোরেশনের সত্ত্বাধিকারী ও এ প্রকল্পে নিয়োজিত প্রকৌশলীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন।
আলো-বাতাস চলাচল, পার্কিং প্লেস ও অভ্যন্তরীণ চলাচল পথ প্রশস্থ রাখা, আগের মত ক্রেতা-বিক্রেতাবান্ধব পরিবেশ বজায় রাখতে সংস্কার ও উন্নয়ন কাজের নির্মাতা প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়।
চসিক সূত্রে জানা যায়, মার্কেটের কয়েকজন ব্যবসায়ী ভেতরে নতুন করে সংস্কার-উন্নয়ন কাজের বিষয়ে আপত্তি দেন। এর প্রেক্ষিতে বিষয়গুলো খতিয়ে দেখতে সিডিএ, চুয়েট, সিটি কর্পোরেশন ও নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলীর সমন্বয়ে একটা টিম গঠন করা হয়। এ কমিটি নির্মাণকাজের কোনো ত্রুটি আছে কিনা, বিদ্যমান ভবনের সম্প্রসারণের ফলে পরবর্তীতে রানা প্লাজার মত কোনো পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, অতিদ্রুত এসব বিষয় যাচাই করে প্রতিবেদন দিতে বলা হয়। তাছাড়া নীচতলায় বিদ্যমান মার্কেটের দোকান মালিকগণ মালামাল রেখে চলাচলের পথ সংকুচিত রাখার অভিযোগের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়।
চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, ‘শপিং কমপ্লেক্সে সংস্কার কাজ করার বিষয়ে ব্যবসায়ীদের আপত্তির মুখে সব পক্ষের সঙ্গে বৈঠক করা হয়। বৈঠকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন মতে পরবর্তী উদ্যোগ নেয়া হবে। তাছাড়া কমপ্লেক্সের ধারণ ক্ষমতা অনুযায়ী ফ্লোর বাড়াতে-কমাতে হবে।’
বিডি প্রতিদিন/আবু জাফর