১২ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সন্ধ্যা ছয়টা থেকে চট্টগ্রাম বন্দরসহ অফডক থেকে কনটেইনার পরিবহন শুরু হয়েছে। ‘চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়ন’-এর ডাকা কর্মবিরতির কারণে শনিবার সকাল ছয়টা থেকে কনটেইনার পরিবহন বন্ধ ছিল।
নগর পুলিশ প্রশাসনের প্রস্তাবে আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবিগুলো পূরণের আশ্বাসে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয় এবং সন্ধ্যা ছয়টা থেকে কনটেইনার পরিবহন সচল হয়।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী বলেন, কোনো কারণ ছাড়াই ৩৬ জন শ্রমিককে চাকরীচ্যুত করেছে। এর প্রতিবাদে এবং কর্মস্থলে শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের দাবিতে এই কর্মবিরতি ডাকা হয়েছিল। পুলিশ প্রশাসন আগামীকাল রোববার আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করবে বলায় কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
প্রাইম মুভার শ্রমিকদের এই কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের একাংশ এবং প্রাইভেট অফডকগুলোতে শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কনটেইনার পরিবহন বন্ধ ছিল। সন্ধ্যার পর কনটেইনার পরিবহনে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।
বিডি প্রতিদিন/আবু জাফর