চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শিক কর্মী হতে হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার জন্য জাতির জনক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন।
শনিবার নগর আওয়ামী লীগের ৪৩ নম্বর ওয়ার্ড জুড়ে বৃক্ষ চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড ও ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ওয়ার্ড আওয়ামী লীগকে সমন্বিত করে ইউনিট কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হবে। এই লক্ষ্যে প্রতিটি ইউনিটে কর্মী সভা আয়োজনের মাধ্যমে সংগঠনের প্রকৃত চিত্র পর্যবেক্ষণ করা হবে। কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে কোন ব্যক্তিকে পছন্দ বা স্বজনপ্রীতিকে বরদাস্ত করা হবে না। সংগঠনের ক্ষেত্রে কোন ব্যক্তি পছন্দ থাকতে পারে না।
ওয়ার্ড ভিত্তিক অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন