চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়া মাদক সেবনের অভিযোগে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো রাশেদুজ্জামান বলেন, সোমবার সকালে নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ১৯শ পিস ইয়াবাসহ মো আশ্রাম আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সময় নগরীর ডবলমুরিং থানাধীন জাম্বুরী পার্ক এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ আবদুল রশিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এছাড়া নির্বাহী ম্যাজিস্টেট এসএম আলমগীরের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা