১৭ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৩৬

জুতা তুলতে গিয়ে কর্ণফুলীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জুতা তুলতে গিয়ে কর্ণফুলীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানা এলাকায় কর্ণফুলী নদীতে পড়ে যাওয়া জুতা উদ্ধার করতে গিয়ে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত দুইজন হলেন ফিরিঙ্গিবাজার আলকরণ এলাকার দোলন দাশের ছেলে জয়ন্ত দাশ (১৬) ও একই এলাকার বন্দনা দাশের ছেলে অঙ্কন দাশ (১৫)। নিহত জয়ন্ত দাশ আলকরণ স্কুলের নবম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলার বারইপাড়া এলাকায়। আর অঙ্কন দাশ জে এম সেন স্কুলের নবম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি বোয়ালখালীর সর্ত্তাতলী এলাকায়।

জানা যায়, তারা পাঁচ বন্ধু মিলে নেভাল টুতে বেড়াতে যায়। এক বন্ধুর জুতা নদীর পানিতে পড়ে যাওয়ায় জয়ন্ত ওই জুতা উদ্ধার করতে নামেন। তখন জয়ন্তকে ডুবে যেতে দেখে অঙ্কণও ঝাঁপিয়ে পড়ে। সেখানে তারা দুজনই ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. জাহিদ চৌধুরী বলেন, ‘কর্ণফুলী নদীতে একজনের জুতা উদ্ধার করতে গিয়ে দুইজন শিক্ষার্থী ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টার চেষ্টায় দুজনের মরদেহ উদ্ধার করে। পরে তাদের চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর