চট্টগ্রামে ‘কষ্টি পাথরের’ মূর্তিসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে তাকে নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. মফিজ (২৮)। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড এলাকার ওই ভবনে অভিযান চালায় র্যাব। ভবনের চতুর্থ তলার একটি বাসা থেকে মূর্তিটিসহ মফিজকে গ্রেফতার করা হয়। কষ্টি পাথরের মূর্তিটির ওজন সাড়ে তিন কেজির বেশি। মফিজ মূর্তিটি বিক্রি করার চেষ্টায় ছিল।
বিডি প্রতিদিন/আবু জাফর