চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে নুরুল ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নুরুল ইসলাম কক্সবাজারের টেকনাফ থানা এলাকার জনৈক কালা মিয়ার ছেলে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ‘মরদেহটির চোখের ভেতর জখম ছিলো। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
বিডি প্রতিদিন/আবু জাফর