২০ অক্টোবর, ২০২০ ১৬:১৬

চট্টগ্রামে ইউপি নির্বাচন: চার কেন্দ্রে সংঘর্ষ, আহত দুই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ইউপি নির্বাচন: চার কেন্দ্রে সংঘর্ষ, আহত দুই

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়ি ও লোহাগাড়া উপজেলার চার কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফটিকছড়িতে দুই জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি জেএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। লোহাগাড়ার ঘটনায় কেউ আহত হয়নি।

জানা গেছে, ফটিকছড়ির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর বলেন, দুই পক্ষের মধ্যে সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। 

অন্যদিকে লোহাগাড়া উপজেলার দু’টি ইউনিয়নের দুই কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমিরাবাদ ইউনিয়নের সুফিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে এবং লোহাগাড়া ইউনিয়নের তৈয়বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত দু’টি কেন্দ্রে বেশি ঝামেলা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি কেন্দ্রে ছোটখাটো ঝামেলা হয়েছে। পুলিশ তৎপর রয়েছে।  

লোহাগাড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমেন খান বলেন, ছোটখাটো ঝামেলা হলেও সার্বিকভাবে নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ রাখার মতো পরিস্থিতি হয়নি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর