চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বড় মিয়া মসজিদ এলাকার একটি বাসা থেকে ইমন খান (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, ওই যুবকের মরদেহ সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ