চট্টগ্রামের বাঁশখালীতে ওলকচুর ভেতরে ভরে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন মো. নাছির, জহুরা বেগম ও রামিছা বেগম।
অভিযানে তাদের কাছ থেকে ১৫ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। সোমবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলার ফুটখালী ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, মাদক পাচার চক্রের সদস্যরা কক্সবাজার থেকে বিকল্প সড়ক ব্যবহার করে ইয়াবার চালান নিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিনব কায়দায় ওলকচুর ভেতরে ইয়াবা পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অকোরিকশা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ