চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার শায়েস্তা খা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৭২ বোতল নকল, ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনহীন ও ভুয়া হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়। এ সময় ডিলার বাহাদুর আলমকে ৩০ হাজার টাকা জরিমানা এবং আগামীতে এ কাজ আর না করার মুচলেকা নেয়া হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘হ্যান্ড স্যানিটাইজারগুলো জব্দ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের সহায়তায় প্রাথমিকভাবে যাচাই করে দেখা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্যান্ডার্ড মান পিএইচ ৫ থেকে ৬, কিন্তু জব্দকৃত স্যানিটাইজারের পিএইচ ৮ দশমিক ৪১। তাই এখন হ্যান্ড স্যানিটাইজার ক্রয় এবং ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরিুর।’
বিডি প্রতিদিন/এ মজুমদার