২৫ নভেম্বর, ২০২০ ১৭:৫১

চট্টগ্রামে কোচিং সেন্টার চালু রাখায় দুই মালিকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে কোচিং সেন্টার চালু রাখায় দুই মালিকের জরিমানা

চট্টগ্রামে করোনার মধ্যেও সরকারি নির্দেশনা না মেনে কোচিং সেন্টারে ক্লাস চালু রাখায় দুই মালিককে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা  করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওরাকল কোচিং সেন্টারকে ১০ হাজার ও বিসিএস হেল্প লাইন কোচিং সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘করোনার কারণে সব সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টারে ক্লাস বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা না মেনে চকবাজারে ২টি কোচিং সেন্টার ক্লাস চালু রাখে। অভিযান চালিয়ে কোচিং সেন্টার বন্ধ করে কোচিং সেন্টারের মালিককে জরিমানা করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আছে চকবাজারসহ নগরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কোচিং বাণিজ্য চলছে।  আজকের অভিযানে দেখা গেছে ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে অনেকে কোচিং সেন্টার বন্ধ করে দিয়ে পালিয়ে যায়। আগামীতে কেউ যাতে কোচিং সেন্টার চালু রাখতে না পারে সে জন্য নিয়মিত অভিযান পরিচালিত হবে।’

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর