২৬ নভেম্বর, ২০২০ ১৯:০৮

হাটহাজারীতে এক কিলোমিটার সড়কের ফুটপাত দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাটহাজারীতে এক কিলোমিটার সড়কের ফুটপাত দখলমুক্ত

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ডের প্রায় এক কিলোমিটার সড়কের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত পরিচালিত অভিযানে সড়কের ফুটপাত দখলমুক্ত করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন অভিযান পরিচালনা করেন। এসময় সড়কের পাশের ফুটপাতের সরকারি জায়গা দখল করে গ্যাস সংযোগ নিয়ে দোকানদারদের রান্নাবান্ন করা স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।  

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, বাসস্ট্যান্ড এলাকার প্রায় এক কিলোমিটার সড়কের ফুটপাত দখলমুক্ত করা হয়। দোকানের সামনের খালি সরকারি জায়গা দখলের পর মানুষের হাঁটার জন্য যে জায়গা রয়েছে সেটাও দখল করে রেখেছে ব্যবসায়ীরা। ফলে মানুষ বাধ্য হয়েই মূল সড়ক দিয়ে হাঁটছে।

তাছাড়া দোকানের সামনের সরকারি জায়গা ও ফুটপাত দখল করে গ্যাস সংযোগ নিয়ে সেখানেই রান্নাবান্না করার দৃশ্যও দেখা যায। ফলে মানুষ স্বাভাবিকভাবেই ফুটপাত ছেড়ে সড়ক ধরে হাটতে বাধ্য হয়। ঘটে দুর্ঘটনা। অভিযানে এসব সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয় বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর