ভারত থেকে সরকারি পর্যায়ে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে ‘এমভি সেঁজুতি’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের জিসিবি ৪ নম্বর জেটিতে ভিড়েছে। এই চালানে ৪ হাজার ১১৩ দশমিক ৫ মেট্রিক টন চাল এসেছে। বুধবার রাতে বন্দরের পাইলটের তত্ত্বাবধানে টাগবোটের সাহায্যে জাহাজটি বহির্নোঙর থেকে জেটিতে আনা হয়।
জাহাজটির স্থানীয় এজেন্ট সী গেন্টারি শিপিং এজেন্সিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহির উদ্দিন জানান, সর্বশেষ ২০১৭ সালে চাল আমদানি হয়েছিল সরকারি পর্যায়ে।
চট্টগ্রাম খাদ্য বিভাগের চাল সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতরের প্রধান আবু নঈম মোহাম্মদ সফিউল আলম জানান, প্রথম ধাপে ৫০ হাজার টন চাল আমদানি হচ্ছে ভারত থেকে। এর মধ্যে যত চাল আমদানি হবে তার ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে এবং ৪০ শতাংশ মোংলা বন্দরে খালাস হবে। খালাসের পর চালগুলো ট্রাকযোগে সরাসরি দেশের বিভিন্ন গন্তব্যে পাঠিয়ে দেওয়া হবে। চট্টগ্রাম জেলার খাদ্য গুদামগুলোতে ২ থেকে আড়াই লাখ টন চাল রাখার সুযোগ রয়েছে।
চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল বলেন, ভারত থেকে আমদানি করা চালের ছাড়পত্র দিয়ে দিয়েছি। আরও চালান আসলেও সেগুলোরও ছাড়পত্র দেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর