চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থকদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় মো. আরিফ নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর চকবাজার থানাধীন গুলজার এলাকায় এ ঘটনা ঘটে।
চকবাজার থানার ওসি রুহুল আমিন বলেন, ‘হামলা হয়েছে এমন খবর শুনেছি। কিন্তু এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।’
হামলার শিকার ছাত্রলীগ নেতা মো আরিফ অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থন গণসংযোগ করছিল ছাত্রলীগের নেতা কর্মীরা। কাপাসগোলা থেকে গণসংযোগ শুরু করে গুলজার মোড় এলাকায় আসার সাথে সাথে এ হামলার ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/হিমেল