শিরোনাম
২০ জানুয়ারি, ২০২১ ১৫:৩৯

চসিক নির্বাচন : দায়িত্ব পালন করবেন ২০ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চসিক নির্বাচন : দায়িত্ব পালন করবেন ২০ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন কমিশন ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেয়। নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ নির্বাচন শুরুর দুই দিন আগে থেকে মাঠে থাকবেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) আফরোজা শিউলী স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।   

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা ২০১২ এ বিধি ৮৬ তে প্রদত্ত ক্ষমতাবলে ভোট গ্রহণের দুই দিন আগে (২৫ জানুয়ারি) থেকে ভোট গ্রহণের দুইদিন পর (২৯ জানুয়ারি) পর্যন্ত নির্বাচনী এলাকায় প্রথম  শ্রেণির ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।   

প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থীসহ মোট ২৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র আছে ৭৩৫টি। মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।   

বিডি প্রতিদিন/ মজুমদার 

   

সর্বশেষ খবর