চট্টগ্রাম নগরীতে ডাম্পার ট্রাক চাপায় তিন ব্যক্তি নিহত এবং চার জন আহত হয়েছেন। নিহতেরা হলেন সিএনজি টেক্সি চালক অহিদ মিয়া, মো. শহীদ মাঝি এবং আবদুল মান্নান। বৃহস্পতিবার গভীর রাতে বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, রাহাত্তারপুল এলাকায় একটি সিএনজি টেক্সিকে ডাম্পার ট্রাক ধাক্কা দেয়। এতে তিন জন নিহত এবং চার জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে একজন সিএনজি টেক্সি চালক এবং বাকিরা শ্রমিক। তারা কাজ শেষ বাসায় ফিরছিলেন। ঘটনার পর ডাম্পার ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুমের পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মারাত্মক আহত সাত জনকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থ সংকটাপন্ন।
বিডি প্রতিদিন/আল আমীন