চট্টগ্রামে নার্সিং কাউন্সিল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে নার্সিং ও মিডওয়াইফের শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুরে নগরের প্রবর্তক মোড়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।
দাবিগুলো হলো- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত ‘পেশেন্ট কেয়ার টেকনোলজি’ কোর্সকে নার্সিং কোর্সের সমমর্যাদায় অন্তর্ভুক্ত না করা, পরিবার কল্যাণ পরিদর্শিকাদের (এফডব্লিউবি) মিডওয়াইফের পদমর্যাদা না দেওয়া এবং ৪৮ ঘণ্টার মধ্যে নার্সিং কাউন্সিলের পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করা।
বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফের সম্মিলিত পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মো. আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং কারিগরি পেশেন্ট কেয়ার টেকনোলজির মধ্যে কোর্স কারিকুলামেরও পার্থক্য রয়েছে। পুরো তিনবছরে মোট ৩৩টি বিষয়ে পড়ালেখা করতে হয় নার্সিং ও মিডওয়াইফের শিক্ষার্থীদের।
অপরদিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা এসএসসি পাস করে নামমাত্র কয়েকটি বিষয়ে পড়ালেখা করে এবং ১৮ মাসে একটি কোর্স সম্পন্ন করে, যা কখনোই ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের সমতুল্য নয়। তাই আমরা এসব দাবি আদায়ে আন্দোলনে নেমেছি। দাবি মানা না হলে আন্দোলন চলমান রাখা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর