মাইক্রোবাসের ব্যাটারীতে নতুন কায়দায় ইয়াবা পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো হোসাইন, মো মবিন এবং নুরুল আমিন। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। রবিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া থানাধীন ছদাহা শিশুতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, মাইক্রোবাসের ব্যাটারীর পেছনে নতুন কায়দায় ইয়াবা পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার বলেন- মাদক পাচারের চক্রটি দীর্ঘদিন করে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছে। কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে তারা দেশের বিভিন্ন জায়গায় পাইকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো।
বিডি প্রতিদিন/এ মজুমদার