চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জন্য দুইটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এসব ক্যানোলা হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করেন।
এই ক্যানোলা দুটি গ্রহণ করেন চমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. রাজিব পালিত। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, জেলা প্রশাসকের স্টাফ অফিসার ওমর ফারুকসহ জেলা প্রশাসন ও চমেক হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার