নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি বহরে ফের হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ওয়াসার সামনে এই হামলা চালানো হয়।
হামলার পর মির্জা কাদের এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আগের হামলারগুলোর সাথে চট্টগ্রামের হামলারও যোগসূত্র রয়েছে। চট্টগ্রামের হামলাকারীরা আগের ঘটনাগুলোর দোসর।’
সিএমপি’র খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান, ‘কিছু দূর্বৃত্ত মির্জা কাদেরের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করেছে। এটা বড় কোন ঘটনা নয়। পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।’
জানা যায়, বৃহস্পতিবার শপথ নিতে চট্টগ্রাম আসেন বসুরহাট পৌর মেয়র মির্জা কাদের। দুপুরে ইউটিউবভিত্তিক স্থানীয় একটি আইপি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে ওয়াসার মোড়ে যান। তিনি গাড়ি থেকে নেমে ওই চ্যানেলের অফিসের যান। এসময় অজ্ঞাত কয়েকজন যুবক মির্জা কাদেরের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। হামলায় মির্জা কাদেরের গাড়ির কাচ ভেঙে যায়।
এর আগে সকালে ফেনীর দাগনভূঞা বাজার এলাকায় গাড়ি বহরে প্রথম দফায় হামলার অভিযোগ তোলেন কাদের মির্জা।
সকাল সাড়ে ৯টার দিকে ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের ফেসবুক লাইভে এসে বলেছিলেন, সকাল ১০টায় চট্টগ্রামে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে ফেনীর দাগনভূঞায় আমার গাড়ি বহরে হামলা করা হয়েছে। যারা ফেনীতে একরামকে হত্যা করেছে, ঠিক একই কায়দায় আমাকে হত্যা করার জন্য সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে একটা ট্রাক থাকায় আমি বেঁচে যাই।
বিডি প্রতিদিন/আরাফাত