চট্টগ্রামে বিনোদনবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে শিশু উৎসব। ‘শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়’ শীর্ষক স্লোগানকে সামনে সামাজিক সংগঠন আলোর মাঝি বিনোদনবঞ্চিত শিশুদের নিয়ে শিশু উৎসবের আয়োজন করে।
শুক্রবার সকালে নগরের চিড়িয়াখানা ও ফয়’স লেক এলাকায় অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লি. এর সাধারণ সম্পাদক ও আলোর মাঝির উপদেষ্টা মো. জামাল উদ্দিন।
সংগঠনের সভাপতি মো. হানিফ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিশু উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিসন ব্লু’র কর্মকর্তা ও সংগঠনের উপদেষ্টা তানভীর মুরাদ জনি, আলোর মাঝির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইমতিয়াজ বাবলা।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌরভ, জয়নাল, কমর, শাহরিয়ার রুবেল, নোমান, রায়হান, হাসান, জাহেদ, তানজিম, আলাউদ্দিন, বিউটি, সাইফুল, মারুফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা জাতির বোঝা নয়, তারা দেশের সম্পদ। যদি তাদের সঠিক সুশিক্ষা এবং পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করা যায়, তাহলে তারা আগামীতে দেশ গঠনের কারিগর হিসেবে গড়ে উঠবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন