গুজব ও অপ-প্রচার রোধে তরুণ সমাজকে অনলাইন ও অফলাইনে সক্রিয় থাকার অনুরোধ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির নব নির্বাচিত সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল। শনিবার চট্টগ্রামের হাটহাজারী বাস স্টেশনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ নেতা রাসেল বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল নির্মাণের মতো বিশাল সব মেগা প্রকল্পের পাশাপাশি শতভাগ বিদ্যুতায়ন, প্রতিটি মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয়াসহ অনেক অর্জন রয়েছে আওয়ামী লীগ সরকারের। কিন্তু বিএনপি-জামায়াত সরকারের এসব অর্জনের বিরুদ্ধে গুজব ও অপপ্রচার করছে। তাদের অপপ্রচার রোধে তরুণ সমাজকে অনলাইন এবং অফলাইনে সক্রিয় থাকতে হবে।
হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মো সোলায়মান সওদাগরের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও হাটহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা