মুক্তিযুদ্ধের ইতিহাস ও জিয়াউর রহমান একই সূত্রে গাঁথা। জিয়াউর রহমানকে অস্বীকার করা মানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা।
আজ রবিবার নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনের মাঠে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন, আবদুল গাফফার চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, জামাল হোসেন, আবু মো. নিপার, মোজাম্মেল হক ভিপি, হুমায়ন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, এহসানে মওলা প্রমুখ।
মাহবুবের রহমান শামীম বলেন, জিয়াউর রহমান কোনো খেতাবের জন্য মুক্তিযুদ্ধ করেননি। পাকিস্তানি শাসকগোষ্ঠীর হাত থেকে শোষিত নিপীড়িত নির্যাতিত দেশের মানুষকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছেন। কিন্তু আওয়ামী লীগ এখন সে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধকে বিক্রি করে দেশের গণতন্ত্রকে বার বার হত্যা করেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর