থানায় আসা সেবা প্রার্থীদের গোলাপ এবং লাভ ক্যান্ডি দিয়ে অন্যরকম ভালোবাসা দিবস পালন করেছে পুলিশ। সেবা প্রার্থীদের পাশাপাশি পথচারীদেরও ফুল ও লাভ ক্যান্ডি দেয়া হয়। রবিবার পুরো দিন ব্যতিক্রম এ সেবা দেয় ডবলমুরিং থানা পুলিশ।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, 'ভালোবাসা দিবস ভালোবাসার মানুষের জন্য। থানা আসা সেবা প্রার্থীরা আমাদের ভালোবাসার মানুষ। তাই তাদের সাথেই দিনটি উদযাপন করেছি। ছোট ছোট এসব উদ্যোগ মানুষের কাছে পুলিশকে আরও আস্থাশীল করে তুলবে বলেই বিশ্বাস করি।'
ডবলমুরিং থানা পুলিশ জানায়, ভালোবাসা দিবস উপলক্ষে থানায় আগত প্রত্যেক সেবা প্রার্থীকে হাতে লাল গোলাপ দিয়ে বরণ করা হয়। কাজ শেষে আবার ভালোবাসার চকলেট ( লাভ ক্যান্ডি) দেয়া হয়। পাশাপাশি পথচারীদেরও একই উপহার দেওয়া হয় ৪ টি পয়েন্টে।
বিডি প্রতিদিন/এ মজুমদার